বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টানা তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভি । এই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে পরাজিত করে আবারো মেয়র পদে অধিষ্ঠিত হন ।এর আগে ২০১১ সালে প্রথমবার এবং ২০১৬ সালে দ্বিতীয়বার জয়ী হয়েছিলেন তিনি।
রবিবার (১৬ জানুয়ারী) ১৯২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায়, মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত আইভী নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৬৬ ভোট। ইভিএম এ অনুষ্ঠিত এই নির্বাচনে পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটারের বিপরীতে প্রায় ৫০ শতাংশ ভোট পড়ে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এবং নির্বাচন সুষ্ঠু ভাবেই সম্পন্ন হয়েছে বলে তাদের দাবি। নির্বাচনে বড় ধরনের কোনো অনিয়ম বা সংঘাতের অভিযোগ পাওয়া যায়নি।
জয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী বলেছেন, সামনের দিনগুলোতে জনগণের চাহিদা অনুযায়ী কাজ করবেন তিনি এবং আরও বলেন তৈমুর চাচাকে সাথে নিয়েই কাজ করব । স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, ইভিএমের কারচুপির জন্য আমাদের পরাজয় বরণ করতে হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাই সকলকে যারা নির্বাচনে আমার পাশে থেকে সহযোগিতা করেছেন।