নাইজেরিয়ার জামফারা রাজ্যের একটি মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জেমা শহরের জুমুআত কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের সময় এ হামলা চালানো হয়।
গত শনিবার (২৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা জানান, দুপুর ২ টার দিকে হামলা চালানো হয়।আমিমু মুস্তাফা নামে এক স্থানীয় ব্যক্তি জানান, ” সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মোটর বাইকে এসে বন্দুক নিয়ে মসজিদের ভেতর প্রবেশ করে এবং বিক্ষিপ্তভাবে আমাদের গুলি করতে শুরু করে”।
জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র এ বিষয়ে কোনো তথ্য দেননি। রয়টার্সের তরফে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি রাজ্য পুলিশ।