নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদিগুরিতে বন্যার ফলে কারাগারের দেয়াল ধসে পড়েছে, যার ফলে গত সপ্তাহে অন্তত ২৮১ জন বন্দি পালিয়ে গেছেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) নাইজেরিয়ার কারা কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। নাইজেরিয়া কারেকশনাল সার্ভিসেসের (কারা কর্তৃপক্ষ) মুখপাত্র উমর আবুবকর এক বিবৃতিতে জানান, পালিয়ে যাওয়া বন্দিদের ধরতে নিরাপত্তা সংস্থাগুলো অভিযান শুরু করেছে এবং ইতিমধ্যে সাতজনকে আটক করা হয়েছে। অন্য বন্দীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
বন্যার কারণে নাইজেরিয়ায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১০ লাখ মানুষ বিপর্যস্ত হয়েছে। হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন।