নভেম্বর মাসেই বহুজাতিক ঔষধ প্রস্তুতকারী সংস্থা মেরেকের তৈরি মুখে খাওয়ার কোভিড ট্যাবলেট ফিলিপাইনে পৌঁছাবে বলে দেশটির লাইসেন্স প্রাপ্ত আমদানি কারক এবং পরিবেশকরা বুধবার জানিয়েছেন। এ ব্যাপারে ফিলিপাইন স্বাস্থ্যসেবা বিষয়ক পণ্য আমদানি কারক মেডত্রথিক্সের প্রেসিডেন্ট মোনালিজা সালিয়ান এক সংবাদ সম্মেলনে জানান,দেশের মানুষ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মলনুপিরাভ পাবেন। প্রতিটি ঔষধের দাম একশ থেকে দেড়শ ফিলিপাইনি পেসো।বাংলাদেশি টাকায় ১৬০ থেকে ২৫০ টাকার মধ্যে।