নির্বাচন কমিশন ( ইসি) গঠনে আগামী সপ্তাহেই দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বঙ্গভবনের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আগামী সোমবার (২০ ডিসেম্বর) এই সংলাপ শুরু হবে। প্রথম দিনই রাষ্ট্রপতির সঙ্গে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এই সংলাপে বসবে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি একটি স্বাধীন – নিরপেক্ষ – গ্রহনযোগ্য- শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন। প্রথম দিন জাতীয় পার্টির সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন নিয়োগে আইন প্রণয়ন না হওয়ায় গত কয়েক বারই রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সার্চ কমিটি গঠন করে ইসি গঠন করে আসছেন। বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারী। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। এই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।