দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের (২০২৩সাল) শেষ প্রান্তিকে বা ২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার (৮ অক্টোবর) সকালে নির্বাচন কমিশন ( ইসি) সচিবালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। সিইসি বলেন,ডিসি- এসপিদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার ও স্থানীয় সরকার গঠনের গুরুত্ব অনুধাবন করতে হবে। সংসদ নির্বাচন পাঁচ বছর অন্তর অন্তর হলেও স্থানীয় সরকার বিষয়ক বিভিন্ন নির্বাচন বছর ধরেই কোনো না কোনো কারণে চলমান থাকে। তিনি আরও বলেন, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পর জাতীয় সংসদের দু’টি উপ-নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এ ছাড়া আগামী বছরের (২০২৩ সাল) শেষ প্রান্তিকে বা ২০২৪ সালের শুরুতেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।