সাম্প্রতিক সময়ে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে যে কোনো বিভ্রান্তিকর তথ্য অথবা গুজব কিংবা উসকানিতে বিভ্রান্ত বা উত্তেজিত না হয়ে এ সব ঘটনায় তাৎক্ষণিক ভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য দেশের সব নাগরিকদের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে পুলিশ। পুলিশ সদরদপ্তরের মিডিয়া শাখার অতিরিক্ত দায়িত্বে থাকা এ আইজি( ইন্সপেকশন) মোহাম্মদ শাহজালালের নামে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়। বুধবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো ” কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে সংঘটিত অপ্রীতিকর ঘটনা সম্পর্কে পুলিশের বক্তব্য ” শিরোনামে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।