ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। শুধু তাই নয় শিগগিরই মা হতে চলেছেন,দেশের আলোচিত এই নায়িকা। আবার সিনেমার কাজেও ব্যস্থ সময় পার করছেন তিনি। এদিকে জীবনের সবচেয়ে সুন্দর মূহুর্ত পার করছেন জানিয়ে পরীমণি জানান,এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায়না। বুধবার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সাংবাদিক ও সিনেমা অঙ্গনের মানুষদের নিয়ে নতুন সিনেমা “মুখোশ” দেখার পর এসব কথা বলেন পরীমণি।এর গল্প প্রসঙ্গে পরী বলেন ” পুরো জার্নিটাই মুখোশ উন্মোচনের।আমি দর্শকদের বলতে চাই, আপনারা হলে আসুন! দেখুন কিসের মুখোশ উন্মোচন করেছি।ঠিকঠাক ভাবে করতে পেরেছি কি না!!???