বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সূর্য ও মোহাতাসিম ফাইম নামে দুই কলেজ শিক্ষার্থী প্রাণ হারান। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে নগদ দুই লাখ টাকা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নিহত সূর্যের মায়ের হাতে নগদ অর্থ তুলে দেন দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম। এর আগে, বিকেলে তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামে নিহত মোহাতাসিম ফাইমের বাবার হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় আনোয়ারুল ইসলাম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশব্যাপী আন্দোলনে নিহত ও আহতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। আজ আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে নিহত সূর্য ও ফাইমের পরিবারের পাশে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ্, আমরা এই পরিবারগুলোর পাশে থাকবো।”