ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন জননী গ্রুপের চেয়ারম্যান ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ ইকবাল হোসেন।
শনিবার (২৮ আগস্ট) বেলা ১২টার দিকে আয়োজিত এক সভায় মোঃ ইকবাল হোসেন উপস্থিত থেকে তিনি এই উপহার সামগ্রী প্রদান করেন।
তিনি বলেন, করোনা মহামারির কারণে আক্রান্ত রোগীদের সহায়তার জন্য ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তাঁর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক মুক্তিসহ মৌলিক চাহিদা পূরনের জন্য কাজ করে যাচ্ছেন।
মোঃ ইকবাল হোসেনের পক্ষে আনুষ্ঠানিকভাবে ত্রিশাল উপজেলা হাসপাতালের পরিচালক ডাঃ নজরুল ইসলাম ও ডাঃ মনোয়ার হোসেনের নিকট ৪টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ ইকবাল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, ডা: মনোয়ার হোসেন, ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক আব্দুল মালেক সামী, উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু প্রমুখ।