হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সংস্কারের কাজের জন্য বন্ধ রাখার সময়সীমা আরও বাড়ানো হয়েছে। ১১ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ২ টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকবে। এ সময় কোনো ফ্লাইট ওঠানামা করবেনা। গত সোমবার ২২ নভেম্বর বিমানবন্দরের আন্তর্জাতিক নোটাম অফিসের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে ১০ নভেম্বর কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে আগামী বছরের ১১ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১২ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানোর কাজ চলবে রাতে।তাই রাতে রানওয়ে বন্ধ থাকবে।