ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি এলাকার শহীদ শেখ রাসেল টাওয়ারের বিপরীত পাশের একটি ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ১৮ জানুয়ারি বেলা ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।পরে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গণমাধ্যমকে বিষয় টি নিশ্চিত করে শাহবাগ থানা পুলিশের উপ – পরিদর্শক এসআই সুদীপ কুমার বিশ্বাস জানান, উদ্ধারকৃত মৃত কন্যাশিশুটির বয়স আনুমানিক একদিন হবে। কে বা কারা নবজাতকটি ফেলে গেছে তা তদন্ত চলছে।