আজ সোমবার বেলা ১১ টায়, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন কুমিল্লা ৭( চান্দিনা) আসনে উপনির্বাচনে একমাত্র প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দুলাল তালুকদার বলেন তিন বৈধ প্রার্থীর দুইজন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় ৭ অক্টোবর ভোট গ্রহনের সুযোগ থাকছেনা।যেহেতু রবিবার ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো, সেহেতু সোমবার একমাত্র প্রার্থী ডা. প্রাণগোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করা হলো।