ডলার সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ; বর্তমানে ১৫০ কোটি ডলারের পণ্য রপ্তানির অর্থ বিদেশে আটকে আছে। আবার ৮৮০ কোটি ডলারের আমদানির দায় পরিশোধ হলেও পণ্য নির্ধারিত সময়ের মধ্যে দেশে আসেনি।বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের সংকট কাটাতে দেশের বাইরে থাকা রপ্তানির অর্থ দ্রুত ফেরত আনতে হবে। আর সরবরাহ বাড়াতে আরও উদ্যোগ নিতে হবে। সোমবার (২৫ জুলাই) ব্যাংকগুলোর এমডিদের এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে ” ব্যাংকার্স সভা” নামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সব ডেপুটি গভর্নর ছাড়াও ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান ও বেশির ভাগ ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বৈদেশিক মুদ্রা বাজারের সাম্প্রতিক পরিস্থিতি, ঋণ পুনঃতপশিল ও পুনর্গঠন বিষয়ে নতুন সার্কুলার এবং সিএমএসএমই খাতে ঋণ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ সব তথ্য জানান।