বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি বিবেচনায় মূল্যস্ফীতি ও ডলারের দাম বৃদ্ধিকে দেশের ব্যাংক খাতের মূল চ্যালেঞ্জ বলে মত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। তিনি বলেছেন,কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলায় ব্যাংক খাতকে এক সঙ্গে কাজ করতে হবে।রাজধানীর অফিসার্স ক্লাবে শনিবার (২৮ মে) আল-আরাফাহ্ ব্যাংকের বৃত্তি প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। গভর্নর বলেন, আমদানির ক্ষেত্রে দেশ কিছু বিধি- নিষেধ দিয়েছি,সে গুলো মেনে চললে আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো। এই মুহূর্তে বিলাস পণ্য আমদানি থেকে বিরত থাকবেন। এলসি ওপেনের ক্ষেত্রে আমরা কিছু মার্জিন দিয়েছি।