গৌরীপুর উপজেলা থেকে নির্বাচনী মার্কা নিয়ে আসার সময় পথে ট্রেনর ধাক্কায় অটো আরহি রফিকুল ইসলাম ৪০নিহত অপর ৫ যাত্রী আহত হয়েছেন।আজ মগ্ঙলবার দুপুর ১ টা নাগাত জারিয়া থেকে ছেড়ে আসা কম্পিটার ট্রেনের সাথে শ্যামগ্ঙজ রেলগেটএ এই দূর্ঘটনা ঘটে।প্রতক্ষদর্শী সাবেক ছাত্র নেতা মামুন অর রশিদ জানায় আনুমানিক ১টার দিকে একটি অটোরিসকায় করে ফুটবল মার্কার সমর্থক শ্যামগন্জ লেভেল ক্রসিন পার হবার সময় বিপরীত দিক আসা কম্পিটার ট্রেনর সাথে সংঘর্ষ হয়। সে সময় লেভেল ক্রসিং টি অরক্ষিত ছিল বলে জানান প্রতক্ষদর্শী।