শেখ হাসিনা সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিনা বিচারে আটক ১১৩ জনের মুক্তির দাবিতে পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন।
রবিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ৩০টি মামলায় গ্রেফতার ১১৩ জনকে অবিলম্বে মুক্তির দাবি জানান। এর আগে আন্দোলনকারীরা দেশের বিভিন্ন স্থান থেকে এসে ট্রাইব্যুনালের সামনে জড়ো হন।
ভুক্তভোগীদের স্বজনরা জানান, গত সাত-আট বছর ধরে এই ব্যক্তিরা বিনা বিচারে কারাগারে রয়েছেন। তারা ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে এবং অবিলম্বে তাদের মুক্তি দেয়া উচিত।
সূত্র মতে, গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত কারাগারে ৫৪ জন ব্যক্তি মারা গেছেন।
আন্দোলনকারীরা আরও জানান, অনেকের মুক্তিযুদ্ধের সময় বয়স দশ বছরও হয়নি বা তারা তখন জন্মগ্রহণ করেননি, অথচ তাদেরও আসামি করা হয়েছে। আইনজীবীরা দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে মিথ্যা মামলায় ভুক্তভোগীদের খালাস দেয়ার দাবি জানিয়েছেন।