আফগানিস্তানের বিপক্ষে ১ম ওয়ানডেতে টাইগারদের অবিশ্বাস্য জয়
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ যেন নতুন রূপকথা, বাংলার দুই দামাল বীর সেনানী আফিফ মিরাজের হাতে রচিত হলো এক নতুন ইতিহাস ।
দলীয় ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে যখন কেবল পরাজয়ের আনুষ্ঠানিকতার অপেক্ষায় তখনি কল্পনার ফিনিক্স পাখির মত আবির্ভাব আফিফ-মিরাজের । ২১৬ রানের টার্গেটে বাংলাদেশ যখন বিপর্যস্ত তখন এই দুজন ধ্বংসস্তুপ থেকে দলকে টেনে তুলে অবলীলায় শাসন করে গেছেন ভয়ংকর হয়ে উঠা ফারুকী , রশিদ , মুজিব , নবীদের । শেষ পর্যন্ত দুজনে অসাধারণ দক্ষতায় ১৭৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে জয়ের বন্দরে ভিড়িয়ে তবেই প্যাভিলিয়নে ফেরেন । যেখানে আফিফ ১১৫ বলে ৯১ রানে ও মিরাজ ১২০ বলে ৮৩ রানে অপরাজিত থেকে ৪ উইকেটের জয় নিশ্চিত করে ।
এর আগে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই আফগানদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। আফগানদের ১১ রানের মাথায় রহমানুল্লাহ গুরবাজ কে তামিমের ক্যাচ বানিয়ে নিজের প্রথম শিকার করেন মুস্তাফিজ । নাজুবুল্লাহ জাদরানের ৬৭ , রহমত শাহের ৩৪ , হাসমতুল্লাহ শাহিদির ২৮ ও নবীর ২০ রানে ভর করে আফগানিস্তান ২১৫ রানের সংগ্রহ দাঁড় করায় । বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ৩ টি , সাকিব , শরিফুল ও তাসকিন ২ টি করে উইকেট নেন ।
২১৬ রানের মামুলি টার্গেটের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ স্কোরবোর্ডে ১৩ রান তুলতেই ফারুকি ঝড়ে ভেঙ্গে পড়ে অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ । একে একে বিদায় নেয় লিটন, তামিম,মুশফিক, রাব্বি, সাকিব ও মাহমুদুল্লাহ । বাংলাদেশের স্কোরবোর্ড তখন হতাশার ৪৫/৬ । দর্শকরা যখন জয়ের আশা ছেড়ে দিয়ে প্রস্থানের অপেক্ষায় , তখনি আফিফ মিরাজের ব্যাটে রচিত হলো নতুন ইতিহাস । খাদের কিনারা থেকে ১৭৪ রানের বিশাল জুটি গড়ে ৭ বল হাতে রেখেই বাংলাদেশকে এনে দিলেন ৪ উইকেটের কাংক্ষিত জয় । মিরাজ ৮৩ রান করার পাশাপাশি ১০ ওভারে ২৮ রান দিয়ে মিতব্যয়ী বোলিং করায় হয়েছেন ম্যাচ সেরা । আফগানিস্তানের পক্ষে ফারুকি ৪ টি ও মুজিব , রশিদ ১ টি করে উইকেট নিয়েছেন ।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে আফিফ বললেন, অসাধারণ এই জুটির শুরুর ভাবনা ছিল খুব সাধারণ। “৬ উইকেট পড়ার পর আমাদের শুধু একটা লক্ষ্য ছিল যে, আমরা উইকেট দেব না। এই লক্ষ্য নিয়েই ব্যাটিং করছিলাম যে উইকেট না দিয়ে যতক্ষণ কাটানো যায়। পরিকল্পনা ছিল কেবল স্বাভাবিক খেলাটা খেলব।”
এমন বীরত্বপূর্ণ জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিসিবি প্রধান নাজমুল হাসান অভিনন্দন জানিয়েছেন ।
বাংলাদেশ প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচ সিরিজে ১- ০ তে এগিয়ে গেল ।
স্টাফ রিপোর্টার
আতিকুল ইসলাম আতিক