করোনা ভাইরাস সংক্রমণের কারণে প্রায় দেড় বছর বন্ধ রাখার পর শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলে দেওয়া হয়।শিক্ষা মন্ত্রী দীপুমণি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে,ইংরেজি মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান গুলোকেও তা মানতে হবে। ২০২৩ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা ( পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট( জে এস সি) পরীক্ষা থাকবেনা। তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা থাকবেনা। নতুন প্রস্তাবিত জাতীয় শিক্ষাক্রমে নবম- দশম শ্রেণিতে শিক্ষার্থীদের বিভাজন করা হবেনা।কারিগরি শিক্ষা প্রাধান্য পাবে।মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এস এস সি) পরীক্ষা হবে শুধু দশম শ্রেণির পাঠ্যক্রমের উপর।উচ্চমাধ্যমিক সার্টিফিকেট( এইচ এস সি) এর ফলাফল হবে একাদশ ও দ্বাদশের চুড়ান্ত পরীক্ষার ফল মিলিয়ে। পরিবর্তন হতে পারে এইচ এস সি’ র নাম- গ্রেডিং পদ্ধতিও।সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী এ সব কথা বলেন।