জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী মঙ্গলবার মস্কো সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। জাতিসংঘ প্রধানের একজন মুখপাত্র শুক্রবার ( ২২ এপ্রিল) এ কথা জানিয়েছেন। ফেব্রুয়ারীতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর পুতিনের সঙ্গে বিশ্বসংস্থার প্রধানের এটাই হবে প্রথম সাক্ষাৎ। শুক্রবার নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো বলেছেন,গুতেরেস রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে একটি মধ্যাহ্নভোজের পাশাপাশি বৈঠক করবেন। কানেকো বলেন, ইউক্রেনে শান্তি আনতে জরুরী ভিত্তিতে কি করা যেতে পারে সে বিষয়ে মহাসচিব কথা বলবেন বলে আশা করা হচ্ছে। মহাসচিবের কার্যালয় ইউক্রেন সফরের সময়সূচি এবং প্রস্তুতি নিয়ে রাশিয়ার প্রতিবেশী দেশটির সরকারের সঙ্গেও কাজ করছে বলে মুখপাত্র জানিয়েছেন।