জলবায়ু পরিবর্তন ঠেকাতে একটি বাস্তব সম্মত ওঅন্তর্ভুক্তিমূলক সমাধান খুঁজে বের করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিস চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের ভয়াল পরিণাম থেকে বাঁচাতে কমনওয়েলথ এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামকে ( সিভিএফ) একসঙ্গে কাজ করার আহবানও জানান তিনি। সোমবার (০১ নভেম্বর) স্থানীয় সময় সকালে স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ সম্মেলনের সাইডলাইনে “ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ” বিষয়ে সিভিএফ কমনওয়েলথ উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান শেখ হাসিনা। জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর সংগঠন সিভিএফ এর সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন এখন বৈশ্বিক এবং আন্তঃসীমান্ত সমস্যা। কোনো দেশই এর ভয়াল পরিণাম থেকে সুরক্ষিত নয়।