চীনে ২১০০ বছরের প্রাচীন কথা প্রচলিত রয়েছে। ” রাষ্ট্র পরিচালনার মূল নীতি জনগণের কল্যাণ সৃষ্টি করা।” আর এই কথাটিই চীনের ক্ষমতাসীন পার্টির গঠনতন্ত্রে স্থান পেয়েছে। গত ১৬ অক্টোবর সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসে উত্থাপিত কর্ম- প্রতিবেদনে শি জিনপিং বলেছেন,” রাষ্ট্র হলো জনগণ, জনগণ হলো রাষ্ট্র। সিপিসি’র নেতৃত্বে জনগণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও রক্ষা করে এবং অবশেষে জনগণের মন রক্ষা করে।