চলে গেলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর
রবিবার (৬ জানুয়ারী ) ৯২ বছর বয়সে না-ফেরার দেশে চলে গেলেন ‘ ভারতের কোকিলকন্ঠী’। এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ৯২ বছর বয়সী সুর সম্রাজ্ঞী আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে। এরপর গত ৮ জানুয়ারি থেকে দক্ষিণ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।
লতা মঙ্গেশকরের প্রয়াণে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার ।
তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোকাহত দেশের কোটি কোটি মানুষ। লতা মঙ্গেশকরের গান ভারতীয়দের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। ভারতে তাঁর মতো জনপ্রিয়তা আর কোন গায়িকা দখল করতে পারেননি।
রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ভারতরত্ন লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়েছেন। রাষ্ট্রপতির তরফে টুইট করা হয়েছে, লতাজির মৃত্যু শুধু আমার জন্য নয়, লক্ষ লক্ষ মানুষের জন্য হৃদয় বিদারক। তাঁর গাওয়া বিভিন্ন গানে ভারতের একটি সুন্দর ছবি দেখা যায়, যা প্রজন্মের অনুভূতিকে সামনে তুলে ধরেছে।
ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় তিনি লেখেন, ‘তাঁর চলে যাওয়া এমন এক শূন্যতা তৈরি করল, যা কখনওই পূরণ হওয়ার নয়। ভারতীয় সংস্কৃতির একজন কিংবদন্তি হিসেবেই লতা মঙ্গেশকরকে মনে রাখবে আগামী প্রজন্ম, যাঁর সুরেলা কণ্ঠ প্রজন্মের পর প্রজন্মকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে।’
সঙ্গীত জীবনের স্বীকৃতি হিসেবে ২০০১ সালে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন দিয়ে ভূিষত করা হয় লতা মঙ্গেশকরকে৷ এর পাশাপাশি ১৯৬৯ সালে পদ্ম ভূষণ, ১৯৯৯ সালে পদ্ম বিভূষণে সম্মান দেওয়া হয় সুর সম্রাজ্ঞীকে৷
রবিবার শিবাজি পার্কে সন্ধে সাড়ে ৬টায় শেষকৃত্য সম্পন্ন হয় ভারতরত্ন লতা মঙ্গেশকরের। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেতকৃত্য সম্পন্ন হয় সুরসম্রাজ্ঞীর।
স্টাফ রিপোর্টার
আতিকুল ইসলাম আতিক