চর বিজয় , আকর্ষণীয় এই দ্বীপটি হতে পারে পর্যটনের অপার সম্ভাবনা
কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকে জেগে উঠা মনোমুগ্ধকর এক দ্বীপের নাম চর বিজয় । দ্বীপটির আয়তন প্রায় পাঁচ হাজার একর । এটি আসলে নামেই চর , আদতে স্বচ্ছ পানির এক অপরূপ দ্বীপ । বছরে ছয়মাস থাকে ডুবে আর ছয় মাস ভেসে ।
চরে পা রাখতেই চোখে পড়বে হাজারো লাল কাঁকড়ার ঝাঁক। দেখে মনে হবে বালির উপর যেনো লাল কার্পেট বিছানো। এছাড়া বিভিন্ন প্রজাতির হাজারো অতিথি পাখির নয়নাভিরাম দৃশ্য ভরিয়ে দেবে মন। এ যেন গাংচিল , পরিযায়ী পাখি আর লাল কাঁকড়ার রাজত্ব । দ্বীপের স্বচ্ছ জলে সামুদ্রিক মাছের ছোটাছুটি নিমেষেই আপনার সারাদিনের ক্লান্ত মনকে ভরিয়ে দেবে অন্যরকম আনন্দে। দিগন্তজোড়া আকাশ আর সমুদ্রের নীল জলরাশি আছড়ে পড়ছে কিনারায়। চারদিকে অথৈ জলের মাঝে এ যেন অন্য এক কুয়াকাটা।
জনবসতিহীন এই দ্বীপে মূলত জেলেরা অস্থায়ী আবাস তৈরি করে মাছ শিকার করে, শুটকি তৈরি ও বিক্রি করে থাকে ।
হাজার হাজার পাখি, লাল কাঁকড়া ও স্বচ্ছ পাখির প্রবাহ ও নয়নাভিরাম সামুদ্রিক সৌন্দর্য উপভোগ করতে যে কেউ ছুটে যেতে পারেন চর বিজয়খ্যাত নতুন এই দ্বীপে।
স্টাফ রিপোর্টার
আতিকুল ইসলাম আতিক