জলবায়ু পরিবর্তন আরও খারাপ পর্যায়ে পৌঁছানোর ফলে” বিপজ্জনক তাপ” হিসেবে বিবেচিত তাপপ্রবাহ আগামী কয়েক দশকে সারাবিশ্বে অন্তত তিনগুণ বাড়তে পারে।নতুন এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টে প্রকাশিত সমীক্ষায় জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান এবং পশ্চিম ইউরোপের মতো মধ্য অক্ষাংশের দেশগুলোতে তাপপ্রবাহের মাত্রা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
( বিপজ্জনক তাপ) ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং তার উপরের হিসাবে সংজ্ঞায়িত করা হয়। মানব সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব ত্বরান্বিত হচ্ছে বলে নতুন গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। মারাত্মক তাপপ্রবাহ বর্তমান মধ্য- অক্ষাংশে বিরল। তবে এখন থেকে এই অঞ্চলে প্রতি বছর এটি দেখা দিবে।