প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে যে আশা দেখিয়ে ছিলো তা শেষ পর্যন্ত বজায় রয়েছে। মাস শেষে প্রবাসী আয় বেড়ে হয়েছে ২.২ বিলিয়ন বা ২২০ কোটি ডলার। গত ২ বছরে ১ মাসে এটি সর্বোচ্চ রেমিট্যান্স। কেন্দ্রীয় ব্যাংকের হাল নাগাদ তথ্য বলছে,এ সময়ে আগের অর্থ বছরের একই মাস জুলাইয়ের চেয়ে রেমিট্যান্স বেড়েছে ১৭.৫৬ শতাংশ। দেশে ব্যাংকিং চ্যানেলে গত বছরের জুলাইয়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১.৮৭ বিলিয়ন ডলার। জুলাই শেষে রেমিট্যান্সের পরিমাণ আগের মাস জুনের চেয়ে ১৯.৭৫ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরের নেতিবাচক অবস্থার পর চলতি অর্থবছরের প্রথম মাসে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি রেমিট্যান্সে খারাপ সময় কাটবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।