হাট ও বাজারের সরকারি খাস জমি অবৈধ ভাবে দখল বা কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করলে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রেখে সংসদে উত্থাপিত হয়েছে হাট ও বাজার ( স্থাপন ও ব্যবস্থাপনা) আইন,২০২৩ বিল।অর্থদণ্ড আরোপের ক্ষেত্রে বিলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে।