কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় “পিয়া রে” নামে একটি বাংলাদেশী চলচ্চিত্রের দৃশ্যধারনের জন্য সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় আসছেন। পুজন মজুমদারের পরিচালনায় এ সিনেমায় কৌশানীর বিপরীতে অভিনয় করবেন ঢাকার উঠতি নায়ক শান্ত খান। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান ২৬ সেপ্টেম্বর ঢাকায় আসার পর পূবাইল ও চাঁদপুরের বিভিন্ন লোকেশনে শুটিংয়ে অংশ নেবেন কৌশানী।দেশের চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিদেশি শিল্পীকে আনার ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় থেকে ওয়ার্ক পারমিট নেওয়ার বিধান রয়েছে। সেলিম খান দাবি করছেন, কলকাতার এ নায়িকার শুটিং সংক্রান্ত প্রয়োজনীয় সরকারি অনুমতি তারা পেয়েছেন।