শক্তিশালী রাষ্ট্রগুলোর, করোনা ভাইরাসের টিকা নিয়ে অসৎ প্রতিযোগিতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জি-২০ শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন টিকা নিয়ে চলছে অসৎ এক প্রতিযোগিতা।কারণ তার দেশথেকে আবিষ্কার করা টিকা স্পুটনিক -ভি এর স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক মহল।করোনা ভাইরাসের টিকা নিয়ে সারাবিশ্বে যখন কাড়াকাড়ি চলছে তখন রাশিয়ায় তৈরি টিকার আন্তর্জাতিক অনুমোদন পেতে ব্যর্থতার কথা ক্ষোভের সঙ্গে তুলে ধরেন তিনি।সম্মেলনে তিনি ভিডিও বার্তা পাঠান।এর মাধ্যমে শনিবার যুক্ত হন জি-২০ শীর্ষ সম্মেলনে।ভিডিওতে এ-সব দেশের স্বাস্থ্যমন্ত্রীদের প্রতি অনুরোধ রাখেন তার দেশে উদ্ভাবিত টিকার স্বীকৃতি দিতে পারস্পারিক আলোচনা ও যত দ্রুত সম্ভব টিকার সনদ দিতে।পুতিন বলেন, অনেক দেশ টিকা পাচ্ছে না।এর কারণ অসৎ প্রতিযোগিতা,সংরক্ষণবাদিতা।