করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন যুক্তরাজ্যে দুইজনের শরীরে শনাক্ত হয়েছে। তাদেরকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) রাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এ তথ্য জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিদ। সাজিদ জাভিদ জানান, চেমসফোর্ড ও নটিংহ্যামে এই দু’জনকে সনাক্ত করেছে যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি। সংক্রমিত দু’জন পরস্পরের সংস্পর্শে এসেছিলেন। ওই দু’জন ও তাদের পরিবারকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের আরও পরীক্ষা করা হবে। এ ছাড়া তাদের সংস্পর্শ আসা ব্যক্তিদের ট্রাকিং করা হচ্ছে। যে ব্রিটিশ যাত্রীরা গত কয়েক দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা বা তার পার্শ্ববর্তী কোনো দেশ থেকে যুক্তরাজ্যে ফিরেছেন, তাদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর জানতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা,বেলজিয়াম, হংকং এবং ইসরায়েলেও পাওয়া গেছে।