করোনাভাইরাস মহামারিতে আবারও ৯৬ দিন পর মৃত্যুশূন্য দেখেছে বাংলাদেশ। করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জনে। গত ১ দিনে করোনায় নতুন কারও মৃত্যু হয়নি।সবশেষ গত বছরের ৯ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।মঙ্গলবার ১৫ মার্চ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।