করদাতাদের সুবিধার্থে বাংলা ভাষায় সাজানো হচ্ছে আয়কর আইন।খুব শিগগিরই এটি প্রণয়ন করবে জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর)। সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই জনগণের মতামতের জন্য আইনটির খসড়া প্রকাশ করা হবে।শনিবার ( ২৩ অক্টোবর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোটার্স ফোরামের ( ইআরএফ) কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ( করনীতি) আলমগীর হোসেন এই তথ্য জানান।এখানে তিনি ডিজিট্যাক্স অ্যাপের উদ্বোধন করেন। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ( করনীতি) আলমগীর হোসেন বলেন করহার কমানো ও প্রক্রিয়া সহজ না হলে করের আওতা বাড়বে না। তাই কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে করের হার কমানো হচ্ছে।কর প্রদান প্রক্রিয়া সহজ করে ইতিবাচক ফল পেয়েছি আমরা। ইতিমধ্যে ৬১ লাখ ব্যক্তি ই-টিআইএন নিবন্ধন নিয়েছেন।