ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ সালের আইনকে যুগোপযোগী আধুনিকায়ন ও বাংলা ভাষায় প্রণয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।সোমবার (২৫ অক্টোবর) মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড.মো. রেজাউল করিম সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি আইনকে যুগোপযোগী আধুনিকায়ন ও বাংলা ভাষায় প্রণয়নের লক্ষ্যে আইনটির প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন এবং সংস্কার ও গবেষণাপূর্বক উহা যুগোপযোগী আধুনিকায়ন ও বাংলা ভাষায় প্রণয়নের বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা – নিরীক্ষার জন্য মন্ত্রী এ কমিটি গঠন করে দিয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ কমিটি গঠনের আদেশ করা হয়েছে। প্রসঙ্গত গত ১৯ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ; আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হককে এ নির্দেশনা প্রদান করেন।