বিএনপি ধারাবাহিক বৈঠক করছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২২সেপ্টেম্বর) রাতে গুলশানে সাংবাদিকদের কাছে তিনি বলেন বিকেল ৪ টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে পাঁচ বিভাগের নেতাদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি হাইকমান্ড। বেগম জিয়ার মুক্তি,কালো আইন বাতিল, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধার এবং ত্রাসের রাজত্ব থেকে জনগণকে মুক্তি দিতে, দলের নেতা কর্মীদের মতামত জানতেই বিএনপি ধারাবাহিক বৈঠক করছে। বিএনপি মহাসচিব আরও বলেন একের পর এক আইন করে সাংবাদিক, সংবাদপত্র ও লেখার স্বাধীনতা বিনষ্ট করছে সরকার।