মোঃ সাদিউল হক এর সবিনয় জিজ্ঞাসা , এইসব অনিয়মের শেষ কোথায়?
আসসালামু আলাইকুম,
এখানে একটি বিষয় ক্লিয়ার করা দরকার, আমি এয়ারটেল সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি। গত ১৮ ই জুলাই ২০২৪ হটাৎ করে কোন পূর্ব ঘোষণা ছাড়াই ইন্টারনেট বন্ধ হয়ে যায় ১০ দিন পর ২৮ শে জুলাই ২০২৪ ইন্টারনেট আসে।
এখন কথা হচ্ছে আমি ১৪ই জুলাই ২০২৪ তারিখে ৭ দিন মেয়াদে ১৯৮ টাকা দিয়ে ১৮ জিবি এমভি কিনি। এটা শেষ হওয়ার কথা ছিল ২০ শে জুলাই, কিন্তু আমি ১৮ ই জুলাইয়ে পর থেকে আর এমভি ব্যবহার করতে পারিনি। এখন আমার এই অব্যবহৃত এমভি যে এয়ারটেল কম্পানি কেটে নিয়ে গেলো।
এখন এখানে সমস্যাটা যেহেতু সিস্টেমের সেহেতু আমার এমভি কেটে নিয়ে যাওয়ার প্রশ্নই উঠে না। আরেকটি কথা বলে রাখি মাসে আমার সর্বনিম্ন ৬০ জিবি সর্বোচ্চ ১০০ জিবি পর্যন্ত এমভি লাগে।
আমার মতো এমন হাজার হাজার ব্যবহারকারীদের সাথে এমন হয়েছে। এখন একটু অংকে আসা যাক,
ধরে নিলাম, আমার প্রতিদিন ১ জিবি করে এমভি লাগে। তাহলে ১০ দিনে ১০ জিবি এমভি নষ্ট হয়েছে যাদের মেয়াদ ছিলো।
এখন ১ জিবি এমভির দাম যদি ৫৫ টাকা হয়,
তাহলে এয়ারটেল আর রবি যেহেতু একই কম্পানি তাদের সিম ব্যবহারকারী প্রায় ৬ কোটি গ্রাহক,
ধরে নিলাম এয়ারটেল ব্যবহারকারী ৩ কোটি এদের মাঝে ইন্টারনেট ব্যবহার করে ধরে নিলাম ১.৫ কোটি নিয়মিত ব্যবহারকারী ১ কোটি ধরে নিলাম।
এখন ১ দিনে ১ জিবি যদি ৫৫ টাকা হয় ১০ দিনে ১০*৫৫=৫৫০ টাকা
তাহলে ১ জন গ্রাহক থেকে যদি ৫৫০ টাকা হয় ,
১ কোটি গ্রাহক থেকে তাহলে দাঁড়াচ্ছে ৫৫০ কোটি টাকা।
এখন যেহেতু ৫ জিবি করে দিছে শান্তনা এমভি।
তাহলে ও এর পরিমাণ দাঁড়ায় ২২৫ কোটি টাকা।
এই টাকা আমাদের, এই ভাবে যে লোটে নিলো এর দায় কে নিবে?
এর শেষ কোথায়? কেউ কি বলবেন?
এটা শুধু এয়ারটেলের লোট আরো বাকি আছে তিন শুধু ধারণা করে নেন, পরিমাণটা কত?
আবারো বলতে চাই এর শেষ কোথায়?
আপনার মতামত শেয়ার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ।