ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে আক্রমণের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার (২৮ জুলাই) রাইজে এক দলীয় বৈঠকে এই হুমকি দেন তিনি, যা টাইমস অব ইসরায়েল দ্বারা প্রতিবেদিত হয়।
এরদোয়ান বলেন, তুরস্ককে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে যাতে তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়। তিনি উল্লেখ করেন, তুরস্ক নাগর্নো-কারাবাখ এবং লিবিয়ায় যে ধরনের সামরিক পদক্ষেপ নিয়েছে, ফিলিস্তিন নিয়েও তুরস্ক তেমনই পদক্ষেপ নিতে পারে।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এরদোয়ানের হুমকির জবাবে বলেন, এরদোয়ান সাদ্দাম হোসেনের পথ অনুসরণ করছেন। সাদ্দাম হোসেন ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মুখে পতিত হন এবং পরে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। কাৎজের মতে, এরদোয়ানের উচিত হবে সাদ্দামের পরিণতির কথা মনে রাখা।
২০২০ সালে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নাগর্নো-কারাবাখ নিয়ে সংঘাতের সময় তুরস্ক আজারবাইজানকে সামরিক সহায়তা দেয়, যদিও সরাসরি সেনা পাঠায়নি। সিরিয়ার ভাড়াটে সেনা এবং ড্রোন সরবরাহের মাধ্যমে সহায়তা করে। একই বছর, গৃহযুদ্ধের কবলে পড়া লিবিয়ায় তুরস্ক জাতিসংঘ-স্বীকৃত সরকারের সমর্থনে সেনা পাঠায়, এক বছরের জন্য।