গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছেন। হামলায় আরো কিছু লোক আহত হয়েছেন। আলজাজিরার তথ্য মতে, গাজায় ইসরায়েলি হামলায় ৪১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৯৫ হাজারেরও বেশি।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, সোমবারের হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হন। এসব হামলার মধ্যে উত্তরের গাজায় ছয় জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজন একটি বেসামরিক সমাবেশে নিহত হন।
আলজাজিরার প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে দুটি বাড়িতে হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া সাবরা সিটির পাশের একটি এলাকায় বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন এবং খান ইউনিসের আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় ছয়জন মারা গেছেন।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ৯০ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় পাঁচ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছেন। এছাড়া, গাজার বেশিরভাগ হাসপাতাল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের দ্বারা ইসরায়েলে নজিরবিহীন হামলার পর থেকেই ইসরায়েল পাল্টা হামলা শুরু করে, যা পরবর্তীতে তীব্র সংঘাতে রূপ নেয়। ইসরায়েলি হামলার ফলে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির ও ধর্মীয় স্থানগুলোও আক্রান্ত হয়েছে।