ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের এই বিক্ষোভের আয়োজন রোববার (৮ সেপ্টেম্বর) করা হয়, যা চলতি বছরের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর পিটিআই-এর প্রথম বড় কর্মসূচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, হাজার হাজার পিটিআই কর্মী মিছিল করে রাজধানীর দিকে এগিয়ে যাচ্ছেন। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী হাম্মাদ আজহার জানিয়েছেন, ইমরান খানের মুক্তি না হওয়া পর্যন্ত তাঁদের বিশ্রাম নেই। লাহোরের পিটিআই নেতা ও আইনজীবী সালমান আকরাম রাজা মন্তব্য করেছেন যে, দেশের দুর্নীতিবাজ ও অপরিপক্ব রাজনীতিবিদদের থেকে দেশকে বাঁচাতে ইমরান খানই একমাত্র উপায়। ইসলামাবাদ প্রশাসন বিক্ষোভ ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে কন্টেইনার দিয়ে ব্যারিকেড করেছে, কিন্তু পিটিআই নেতারা তা সরিয়ে শহরে প্রবেশ করতে সক্ষম হয়েছেন। পিটিআই সমর্থক রবিনা গফর জানান, রাস্তা বন্ধ থাকলেও তাঁরা ইমরান খানের মুক্তির দাবিতে দৃঢ়প্রতিজ্ঞ। উল্লেখ্য, ২০২২ সালের ১০ এপ্রিল অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খান ক্ষমতাচ্যুত হন, যিনি ২০১৮ সালের নির্বাচনের পর ক্ষমতায় এসেছিলেন।