ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বেড়ে যাচ্ছে বলে স্বীকার করলেন প্রধান নির্বাচন কমিশনার( সিইসি) কে এম নূরুল হুদা। বিষয়টির জন্য ” বিব্রত ও উদ্বিগ্ন” বলে উল্লেখ করেন তিনি।সুষ্ঠ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল গুলোর ভূমিকা ইতিবাচক নয় বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (২ নভেম্বর) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।এ সময় সিইসির পাশে থাকা নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, নির্বাচনের এ সব বিষয় নিয়ন্ত্রণ করে পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা।আমরা মেসেজ দিতে চাই এ ধরনের ঘটনা ঘটলে এর দায় তাদের ওপরেও বর্তাবে।