ত্রিশাল উপজেলায় ইউনিয়ন পরিষদ নিবাচনের আবহাওয়া এখন মাঠ পর্যায়ে, চায়ের স্টল পর্যন্ত গড়িয়েছে। বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং নেতাদের আলোচনায় নিবাচনী আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ছড়িয়ে পড়ছে নির্বিচনি আবহাওয়া।বিশেষ করে ধানীখোলা যুবলীগের আহবায়ক কামরুল হাসান এর নাম যেন ঘরে ঘরে। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনায় জানা যায় ক্লিন ইমেজের এই নেতা ধানীখোলা ইউনিয়নের চেয়ারম্যান হলে এলাকা বাসীর অনেক আশা আকাঙ্খার প্রতিক হয়ে উঠবেন বলে অনেকে মনে করেন। উপজেলা যুবলীগ নেতা জুয়েল সরকার বলেন কামরুল হাসান যুবলীগের একজন সৎ ও নিষ্ঠাবান বিচক্ষণ নিবেদিত কর্মী, যার উপর ভরসা করা যেতেপারে। কামরুল হাসান এর সাথে আলোচনায় যানাযায় নৌকা প্রতিক তিনি পাবেন বলে আশা প্রকাশ করেন।তবে যিনিই নৌকা প্রতিক পাবেন,তার দলিয় সমর্থন থাকবে বলে তিনি জানিয়েছেন।