রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে ওয়ানস্টপ সার্ভিস সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশে আমরা করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।গত সোমবার (২০ সেপ্টেম্বর) সংক্রমনের হার ছিল শতকরা সাড়ে ৫ শতাংশ। মৃত্যুর সংখ্যাও কম ছিলো। অন্য দেশের সঙ্গে তুলনা করলে দেখা যাবে করোনায় আমরা কতোটা ভালো করেছি।