প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের উদ্দেশ্যে বলেছেন, আমরা আপনাদের আপনজন হিসাবে মানি। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূঁজা কমিটি আয়োজিত শারদীয় দূর্গাপূজার মহানবমীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।নিজেরা নিজেদের ক্ষুদ্র সম্প্রদায়,অমুক -তমুক মনে করবেন কেন? এই মাটিতে আপনার জন্ম। এই মাটিতে আপনাদের যাদের জন্ম আপনারা তারই সন্তান। কাজেই এখানে সবাই নিজেদের অধিকারে বসবাস করবেন।কুমিল্লার সংঘর্ষের ঘটনায় প্রধানমন্ত্রী বলেন যে ঘটনা ঘটেছে সে ঘটনায় আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলাম এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে যেখানে এ ধরনের ঘটনা ঘটবে সেখানেই তাদেরকে খুঁজে বের করা হবে। আমরা অতীতে করেছি এবং আমরা সেটা করতেও পারবো। যথাযথ শাস্তি তাদের দিতে হবে।এমন শান্তি তাদের দিতে হবে যাতে ভবিষ্যতে এমন করতে কেউ সাহস না পায়।