বেতন দশম গ্রেডে উন্নীত করার দাবিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অডিটররা আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিতে যাচ্ছেন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ), এবং কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয়ের অধীন ১১তম গ্রেডের প্রায় ৬ হাজার কর্মকর্তা ২৫ আগস্ট থেকে কর্মবিরতিতে আছেন। দাবির সুরাহা না হওয়ায় তারা এবার কঠোর কর্মসূচিতে যাচ্ছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হবে।
অডিটর শাহিনুর রহমান জানান, উচ্চ আদালতের আদেশ অনুযায়ী অডিটরদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার নির্দেশ দেওয়া হয়েছে, যা এখনও বাস্তবায়ন করা হয়নি। এর ফলে তারা কর্মবিরতি পালন করলেও কোনো সমাধান আসেনি। অন্যদিকে, আন্দোলনকারী আহমেদুর রহমান ডালিম উল্লেখ করেন, একই পদে দুই ধরনের বেতন বৈষম্য প্রশাসনিক অযোগ্যতার পরিচায়ক। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও অর্থ বিভাগের কিছু অসাধু চক্রের কারণে অধিকাংশ অডিটর এখনও দশম গ্রেডে উন্নীত হতে পারেননি।
অডিটরদের এই আন্দোলনের কারণে বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিল পাস আটকে গেছে। কর্মবিরতির ফলে সারাদেশে বিভিন্ন প্রকল্প এবং অর্থায়ন প্রক্রিয়ায় ধীরগতি দেখা দিয়েছে।