বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একদিনের ব্যবধানে আজ আবারও কমেছে।বুধবার (১৩ জুলাই) রিজার্ভ কমে নেমেছে ৩৯ দশমিক ৭০ বিলিয়ন ডলারে। গতকাল রিজার্ভ ছিলো ৩৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার। বুধবার বাংলাদেশ ব্যাংক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ এক সপ্তাহ আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের ( এসিইউ) সঙ্গে ১৯৬ কোটি ডলার মূল্যের আমদানি দেনা পরিশোধ করেছে। আমদানির অর্থ পরিশোধ করার পর রিজার্ভ কিছুটা কমে গেছে। এসিইউর মাধ্যমে সদস্য দেশগুলো তাদের আঞ্চলিক লেনদেনের জন্য আমদানি পেমেন্ট নিষ্পত্তি করে। বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, নিয়ানমার,নেপাল,পাকিস্তান ও শ্রীলংকা হচ্ছে এসিইউর সদস্য। এসিইউর সদর দফতর হচ্ছে ইরানের রাজধানী তেহরানে। এসিইউর মাধ্যমে সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোকে প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করতে