আবদুল মান্নান দ্বিতীয়বিশ্বযুদ্ধে অংশ নিয়ে ব্রিটেনের রানী থেকে ভাতা পাচ্ছেন কিশোরগঞ্জের এই বীরসেনা! ব্রটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে এখনও সম্মানসূচক ভাতা পান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বৃদ্ধ আবদুল মান্নান। মান্নানের বয়স ১১৫ হলেও এখনও হাঁটাচলা করেন নিজের পায়ের ওপর ভর করেই। দ্বিতীয়বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী মান্নান। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এই সৈনিক এখনও যত্নকরে রেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিহিত তার পোশাক এবং প্রয়োজনীয় নানা কাগজপত্র। সযত্নে রাখা সেই পোশাকে এখনও ঝুলছে ব্রিটিশ সেনাবাহিনীর বিভিন্ন রেঙ্ক ও ব্যাজ।সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদনে উঠে এসেছে আবদুল মান্নানের জীবনের গল্প।