আপাতত স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে কাশ্মীরে যাওয়ার জন্যও কম কটাক্ষ করা হয়নি নুসরাতকে।কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে আলোচনা সমালোচনার ট্রোল যেনো থামছেই না। নিজের সোশ্যাল মিডিয়ায় এবার সে সবেরই জবাব দিলেন টালিউড সুন্দরী নুসরাত। অভিনেত্রী -সাংসদ নুসরাত জাহান সোশ্যাল মিডিয়ায় ” আই এম নট সরি…” শিরোনামে একটি মোটিভেশনাল ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে সমাজের সেই সমস্ত মানুষদের দিকে আঙুল তোলা হয়েছে। যারা ভালোবাসা, হাতে হাত রাখা,কারও ওপর ভরসা করার মাহাত্ম্য ভুলতে বসেছেন।স্পষ্টত বোঝা যায়, যশের সঙ্গে সম্পর্ক নিয়ে তার প্রতি আঙুল তোলা মানুষ গুলোকে যেন জবাব দিলেন নুসরাত জাহান।