রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্র নায়িকা পরীমণির বিরুদ্ধে করা মামলায়, অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত দায়রাজজ রবিউল আলম অভিযোগ পত্র আমলে নিয়ে শুনানির এই দিন ধার্য করেন।পরীমণি সহ মামলার তিন আসামি এ দিন আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। মহানগর দায়রাজজ কে এম ইমরুল কায়েস ছুটিতে থাকায় অতিরিক্ত মহানগর দায়রাজজ রবিউল আলম ভারপ্রাপ্ত বিচারক হিসেবে এ আদেশ দেন।