আগামী জুন মাসেই পদ্মা সেতু চালু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার ( ৭ এপ্রিল) অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এ বছরের শেষে্র দিকে হবে। আমরা প্রত্যাশা করে আছি এ বছরের ( অর্থবছর) শেষ নাগাদ এটি চালু করতে পারবো, এটা আমাদের প্রত্যাশা।আমাদের ফিন্যান্সিয়াল বছর যেটি জুনে শেষ হবে।আমরা বিশ্বাস করি এর মধ্যে এটি চালু করতে পারবো।