ছাত্র-জনতার ওপর ‘নির্বিচারে গণহত্যা’ ও সহিংস কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষ থেকে এই রিটটি দায়ের করেছেন নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া।
রিট আবেদনে আরও দাবি করা হয়েছে, যেসব প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রয়েছে, সেগুলোর নাম পরিবর্তন করা হোক।
এছাড়া, দেশের পুনর্গঠনের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ন্যূনতম ৩ বছর বাড়ানোর এবং বিদেশে পাচারকৃত ১১ লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করতেও দাবি করা হয়েছে এই রিটে।
রিটকারী আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া জানিয়েছেন, রিটের বিষয়গুলোতে রুল ও আদেশের জন্য আদালতে আবেদন করা হয়েছে।