আজ শনিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের “ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি করণ” শীর্ষক প্রকল্পের আওতায় “আন্তঃধর্মীয় সংলাপ” নামক একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, শারদীয় দুর্গাপূজার সময় দেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার যেন আর পুনরাবৃত্তি না হয়।সে জন্য আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে ; এ ছাড়া অন্য ধর্মের প্রতিও আমাদের শ্রদ্ধা জানাতে হবে।